সন্ধ্যা ৭:৪৪,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় ১ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন তাঁর ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় অটো রিকশা ও মোটরসাইকেল চালকসহ বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র কর্মহীন এক হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন। মোজাম্মেল হোসেন রোকন সোমবার রাত দশটা থেকে মধ্যরাত পর্যন্ত ধর্মপাশা সদর, সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক মানুষের মাঝে জনপ্রতি চাল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি করে ডাল বিতরণ করেন। পর্যায়ক্রমে এক হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন বলেন, করোনা ভাইরাসের কারণে অটোরিকশা ও মোটরসাইকেল চালসহ নিম্ন আয়ের মানুষজন কর্মহীন হয়ে পড়ায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।