রাত ১০:১০,   মঙ্গলবার,   ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় ৪৫ শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন শিক্ষকরা

ধর্মপাশা প্রতিনিধি :
করোনা পরিস্থিতি মোকাবেলায় সুনামগঞ্জের ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা তাঁদের বিদ্যালয়ে পড়ুয়া দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যালয়ের ৪৫জন দরিদ্র শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে চাল, আলু, ভূজ্য তেল ও পেঁয়াজ বিতরণ করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এর বিতরণ কার্যক্রম শুরু করে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার, সহকারী শিক্ষক মমতাজ বেগম, আতাউর রহমান, সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোলাম সোবাহনি পিকে, সাংবাদিক সাজিদুল হক সাজু, ধর্মপাশা গ্রামের বাসিন্দা মো. নাজিম উদ্দিন, বিদ্যালয়ের অফিস সহায়ক বিটুল চন্দ্র দাস।