সকাল ৯:০৬,   রবিবার,   ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,   ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশা উপজেলা আ. লীগের সহ- সভাপতি সানু মিয়া আর নেই

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সানু মিয়া (৭১) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় জয়শ্রী ইউনিয়নের বাদেহরিপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখেছেন।
শুক্রবার সকাল সাড়ে এগারটায় নামাজের জানাযা শেষে বাদেহরিপুর সরকারি কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক ও পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এবং সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।