ধর্মপাশা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত
ধর্মপাশা প্রতিনিধি
মানবজমিন প্রতিনিধি ইসহাক মিয়া ও হাওরাঞ্চলের কথা প্রতিনিধি এমএমএ রেজা পহেল নেতৃত্বাধীন ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটি পুনর্গঠনের জন্য বুধবার দুপুরে কলেজ রোডস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাবেক সভাপতি ইসহাক মিয়ার সভাপতিত্বে এক সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি বিলুপ্ত করা হয়। পরে কমিটি পুনর্গঠনের জন্য কালেরকণ্ঠের হাওরাঞ্চল প্রতিনিধি হাফিজুর রহমান চয়নকে আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইসহাক মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এমএমএ রেজা পহেলসহ অন্যান্য সদস্যবৃন্দ।