ধর্মপাশা সদর ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ
ধর্মপাশ প্রতিনিধি :
করোনা পরিস্থিতি মোকাবেলায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৯০০ অসহায় ব্যক্তির মাঝে মানবিক সহায়তা কার্যক্রমের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম আহম্মদ।
এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি সচিব তাহেরুল ইসলাম, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান উজ্জ্বল, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন মিয়াসহ অন্যান্য ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
গত শনিবার থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রথম দিন ৩৫৩ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রোববার বাকি ৫৪৭ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।