সন্ধ্যা ৭:০৯,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ধর্মপাশা হাসপাতালে এমপি রতনের রেফ্রিজারেটর প্রদান

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী হিসেবে রেফ্রিজারেটর প্রদান করেছেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
মঙ্গলবার বিকেলে এমপির রতনের পক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে রেফ্রিজারেটর হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।
এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনসতাসির হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার, ডা. সাব্বির জামান রকি, ডা. শতাব্দী তালুকদার প্রমুখ।
এর আগে গত বৃহস্পতিবার এমপি রতন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের সাথে মতবিনিময় সভায় রেফ্রিজারেটর প্রদানের ঘোষণা দিয়েছিলেন।