ধোপাখালি স্লুইস গেটের সংযোগ সড়কে ভাঙন, অর্ধশত পরিবার আতঙ্কে

স্টাফ রিপোর্টার :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে শহরের ষোলঘরের ধোপাখালি স্লুইসগেটের সংযোগ সড়কে ভাঙন দেখা দিয়েছে। শনিবার বিকেল থেকে স্লুইস গেটের একপাশে ভাঙন শুরু হয়। স্থানীয়রা বালুর বস্তা ফেলে স্লুইস গেটের সংযোগ সড়কটি রক্ষার চেষ্ঠা করছেন। এদিকে প্রবল পানির চাপে ভাঙন দেখা দেয়ায় স্লুইস গেটের আশেপাশের প্রায় অর্ধশতাধিক পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকে সুরমা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্লুইস গেটে পানির চাপও বাড়তে থাকে। এক পর্যায়ে দুপুরের পর থেকে সংযোগ সড়কে ভাঙন শুরু হয়। বিকেলে ভাঙনের আকার বৃদ্ধি পেলে স্থানীয়রা বাঁশ ও বস্তা দিয়ে সড়ক ভাঙনরোধের চেষ্ঠা করেন। সন্ধ্যার দিকে ভাঙনের তীব্রতা কিছুটা কমে আসে।
স্থানীয় বাসিন্ধা মখলিস বলেন, এলাকার মানুষ বাঁশ, বালুর বস্তা ফেলে সড়কটি রক্ষার চেষ্ঠা করছেন। যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যেগ না নেয় তবে, সড়কটি পুরোপুরি ভেঙে যাবে।
আরেক বাসিন্ধা ফখর উদ্দিন বলেন, সড়কটি ভেঙে গেলে অধশত পরিবারের বসতভিটা বিলিন হয়ে যাবে। আমরা আতঙ্কের মধ্যে আছি।
এব্যাপারে ফোনে পৌর মেয়র নাদের বখতের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।