নতুনপাড়াকে ৫ উইকেটে হারালো ওয়েস্ট্রান
স্টাফ রিপোর্টার :
বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে নতুন পাড়া ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে জয়ী হয়েছে ওয়েস্ট্রান ক্রিকেট ক্লাব।
সোমবার সকালে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নতুনপাড়া ক্রিকেট ক্লাব। টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৮ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে নতুনপাড়া ক্রিকেট ক্লাব সংগ্রহ করে ১২৯ রান। দলের হয়ে মারুফ ৫২ বলে ৫০ রান এবং ওয়েস্ট্রান ক্রিকেট দলের হয়ে সাকির ও জনি ৩ করে উইকেট লাভ করেন।
অপরদিকে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট্রার্ন ক্রিকেট দল মাত্র ১৭ ওভার ৫ বলে পাঁচ উইকেট নতুনপাড়া দল জয়ের লক্ষে পৌছে যায়। এসময় দলের হয়ে সোহাস ২২ বলে ৩৫ রান এবং নতুন পাড়া ক্রিকেট ক্লাবের হয়ে আল-আমিন ও আমিন ২টি করে উইকেট লাভ করেন।
খেলার পরিচালনায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন, নাজমুল ইসলাম পলাশ, সবুজ দেবনাথ।