বিকাল ৩:১৬,   মঙ্গলবার,   ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

নবীনগর ও মঙ্গলকাটার ৫ ইয়াবা ব্যবসায়ী আটক

স্টাফ রি‌পোর্টার :
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক থেকে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় জালালাবাদ থানার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের চাঁনপুর সাকিন জামে-মসজিদের সামনে থেকে আটক করেন।
আটককৃতরা সবাই সুনামগঞ্জ শহ‌রের নবীনগর ও মঙ্গলকাটা এলাকার।
পু‌লিশ জানায়, এসআই অঞ্জন কুমার দাশ সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন চেকপোস্ট ডিউটি করাকালে জালালাবাদ থানাধীন চাঁনপুর সাকিন’ জামে-মসজিদের সামনে থেকে একটি সন্দেহভাজন সিএনজিকে সিগন্যাল দিয়া থামান। এসময় সিএনজির ভিতরে থাকা ব্যক্তিদের দেহ তল্লাশী করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করেন।
আটককৃতরা, সুনামগ‌ঞ্জের মোস্তফা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৫), মনোরঞ্জন তালুকদারের ছেলে হৃদয় তালুকদার (২১), কামাল উদ্দিনের ছেলে মামুন আহমদ (২৩), মো. নূরুল আমিনের ছেলে মো. নুরুজ্জামান সোহাগ (২১), যগিন্দ্র বর্মনের ছেলে হৃদয় বর্মন (২১)।
তাঁরা সবাই শহ‌রের নবীনগর ও মঙ্গলকাটা এলাকার বা‌সিন্ধা।
পরে এসআই অঞ্জন কুমার দাশ বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের ক‌রেন।
বিষয়টি জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ সত্যতা নিশ্চিত করেন।