দুপুর ১:০১,   শুক্রবার,   ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

নারীর সকল কাজের স্বীকৃতি দিতে হবে

নিউজ ডেস্ক:
সমাজ ও রাষ্ট্রের অগ্রগতি চাইলে কৃষিসহ নারীর সকল কাজের স্বীকৃতি দিতে হবে। আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে উন্নয়ন সংস্থা হাউস ও এএলআরডি আয়োজিত আলোচনা সভায় বক্তরা এ কথা বলেন।
“জৈবকৃষি তথা বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদনে কিষাণীর অবদান এবং কৃষিতে নারীর কাজের স্বীকৃতি চাই” প্রতিপাদ্য নিয়ে ১৫ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষে ৪ নভেম্বর সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ইউনিটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফৌজিয়ারা শাম্মী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্রাচার্য, মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফা আশরাফী শম্পা, শিল্পী বেগম, তৃষ্ণা আক্তার রুশনা প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ।