রাত ৮:১২,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নিউজ সুনামগঞ্জ’র উদ্যোগে অর্ধশতাধিক পরিবারকে খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাস পরিস্থিতিতে সুনামগঞ্জ শহরে প্রায় অর্ধশতাধিক পরিবারকে খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‌‌’নিউজ সুনামগঞ্জ ডট কম’। মঙ্গলবার সন্ধ্যা থেকে নিম্নবিত্ত পরিবারের মধ্যে সহায়তা দেয়া শুরু হয়। শহরের দুই জন সমাজ সেবক কার্যক্রমে সহায়তা করেছেন।
চাল, ডাল, তেল, আলু, বিস্কুট, সাবান প্যাকেজাত করে অসহায় মানুষের হাতে তোলে দেয়া হচ্ছে।
বড়পাড়া এলাকার সহায়তা পাওয়া রিকশা চালক(৪৫) বলেন, গত কয়েক দিন ধরে ঘর থেকেই বের হতে পারছি না। রিকশা চালানো বন্ধ, ঘরেও খাওয়ার তেমন কিছু নাই। আপনারা সহায়তা দেয়ায় কিছুটা উপকার হয়েছে।
নিউজ সুনামগঞ্জ ডট কম-এর বার্তা সম্পাদক মোসাইদ রাহাত বলেন, বর্তমান পরিস্থিতিতে সবার অসহায় মানুষের পাশে দাড়ানো উচিত। আমাদের পক্ষ অল্প কিছু মানুষকে সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে। আমাদের উদ্যেগ চলমান থাকবে।