সকাল ১১:৪৪,   মঙ্গলবার,   ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নিউজ সুনামগ‌ঞ্জে সংবাদ প্রকাশ : অসহায়‌দের পা‌শে ছাত্রলীগ নেতা ফয়সল

স্টাফ রি‌পোর্টার :
‘শহ‌রের উত্তর ষোলঘ‌রে নিম্ন আ‌য়ের মানু‌ষেরা খাদ্য সহায়তা পায়‌নি’ শীর্ষক সংবাদ গত ৩ এ‌প্রিল অনলাইন নিউজ পোর্টাল ‘‌নিউজ সুনামগঞ্জ ডট কম’ এ প্রকা‌শিত হয়। অব‌শে‌ষে খাদ্য সহায়তা না পাওয়া প‌রিবার‌দের পা‌শে দা‌ড়ি‌য়ে‌ছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ফয়সল আহ‌মদ।
রোববার রা‌তে শহ‌রের উত্তর ষোলঘ‌রে নি‌জে উপ‌স্থিত হ‌য়ে অসহায়‌দের পা‌শে খাদ্য সহায়তা তো‌লে দেন তি‌নি। খাদ্য সহায়তা পে‌য়ে অসহায় মানুষজন ছাত্রলীগ নেতা ফয়সল আহ‌মদ’র প্র‌তি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন।
খাদ্য সহায়তা বিতরণকা‌লে উপ‌স্থিত ছি‌লেন, নিউজ সুনামগঞ্জ ডট কম’র প্রধান সম্পাদক মাহম‌ুদুর রহমান তা‌রেক, নারী উ‌দ্যেক্তা মমতা ইসলাম মম, ছাত্রলীগ নেতা রা‌শিদুল হাসান ইফ‌তি প্রমুখ।
এ ব্যাপা‌রে সুনামগঞ্জ জেলা ছাত্রলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ফয়সল আহমদ ব‌লেন, নিউজ সুনামগ‌ঞ্জ অনলাই‌নে অসহায়‌দের খবর পে‌য়ে তা‌দে‌র পা‌শে দাড়া‌নোর চেষ্ঠা ক‌রে‌ছি। ছাত্রলী‌গের কেন্দ্র থে‌কেও আমা‌দের নি‌র্দেশ দেয়া হ‌য়ে‌ছে ক‌রোনা ভাইরা‌স প‌রি‌স্থি‌তি‌তে অসহায়‌দের পা‌শে থাকার।