সন্ধ্যা ৭:১০,   সোমবার,   ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

নিজেদের তৈরি মাস্ক বিনামূল্যে বিতরণ করলো এসএফবিয়ান

স্টাফ রিপোর্টার :
বিশ্বব্যাপী মহামারি নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জ শহরের মানুষদের সচেতনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন সুনামগঞ্জ ফুড ব্যাংকিং এন্ড ভলান্টিয়ার্স এর উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
লরোববার ফুড ব্যাংকিং এর প্রতিষ্ঠাতা ইয়াসিন হোসেন জীবনের নেতৃত্বে শহরের বিভিন্ন জায়গায় সচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক বিতরণ করে তারা।
বিনামূল্যে বিতরণের লক্ষ্যে সংগঠনের সদস্য শ্যামলী, মোহিত, জীবন, ববাছির, সাদিয়া, আশামনি, আরনিকা, শোভন, রবিউলের সম্মলিত প্রচেষ্টায় রাবার ও কাপড় দিয়ে মাস্ক তৈরি করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ফুড ব্যাংকিং এন্ড ভভলান্টিয়ার্স গ্রুপের শহিদুল ইসলাম তানিম,রবিউল ইসলাম রবি, আজহারুল হোসেন মোহিত,আব্দুল বাসির প্রমুখ।