রাত ১০:৫৯,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নিজ গ্রামে সংবর্ধিত গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান

দিরাই প্রতিনিধি :
প্রথম বাংলাদেশী হিসেবে বেসরকারী মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের সিইও মনোনীত হওয়ায় ইয়াসির আজমান চৌধুরীকে গণ-সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জের দিরাই উপজেলার নিজ বাড়ী গচিয়া গ্রামে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার বিকেলে রাজানগর ইউনিয়নবাসীর উদ্যোগে গচিয়া গ্রামস্থ্য ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাদিকুর রহমান ছাঁও মিয়ার সভাপতিত্বে ও গোলাপ মিয়ার পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৌম্য চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ইয়ামিন আজমান চৌধুরী, সমাজ সেবক চৌধুরী মোহাম্মদ নাসের, চৌধুরী মোহাম্মদ আলী মঞ্জু, প্রভাত তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিক মিয়া, ইউনিয়ন যুবলীগ সভাপতি নেহার রঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক কাইয়ূম মিয়া প্রমুখ।