রাত ২:৫১,   বৃহস্পতিবার,   ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

নুরুল হুদা মুকু‌টের সঙ্গে সুনামগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃ‌ন্দের মতবিনিময়


বিশেষ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকু‌টের সঙ্গে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। বুধবার ( ১৪ অক্টোবর) রাত ৮টায় শহরের জেলা পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, লেখনীর মাধ্যমে সমাজের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরাই তা‌দের কাজ। আমার পক্ষ থেকে সাংবাদিকদের কাজের ক্ষেত্রে সহ‌যো‌গিতা সব সময় অব্যাহত থাকবে। আমরা আশা করি সাংবাদিকরা সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। ‌
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের সদস্য ল‌তিফুর রহমান রাজু, এমরানুল হক চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তা‌রেক।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাসুক মিয়া, সহ-সভাপতি লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক জ‌া‌কির হোসেন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আল আমিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসাইদ রাহাত, কার্যকরী সদস্য হাসান চৌধুরী কামরুল, রেজাউল ক‌রিম, রাজন মাহবুব, দিলাল আহমদ, জাহাঙ্গীর আলম, শাহ জুনায়েদ আহ‌মেদ সৃজন, ম‌নোয়ার চৌধুরী।
প‌রে জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকু‌টের কাছে প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তা‌রেক ক্লাবের সদস্য‌দের তালিকা তুলে দেন।