নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন ইমন
স্টাফ রিপোর্টার
লটারি করে প্রতীক নিয়েও নির্বাচন থেকে সরে দাড়ালেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ব্যারিস্টার এনামুল কবীর ইমন।
তিনি গত সোমবার সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রির্টানিং অফিসারের কাছ থেকে সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লটারির মাধ্যমে ঈগল প্রতীক বরাদ্দ নেন।
তবে সকল জল্পনা কল্পনা শেষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাদিককে সমর্থন দিয়ে নির্বাচনে অংশ নিবেন না বলে ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,সুনামগঞ্জ ৪ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচনে না করার সিদান্ত আমি নিয়েছি। কারণ আমরা আওয়ামীলীগ পরিবারের সন্তান কখনও নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেইনি আর নিবও না। তাই নৌকা প্রতীকের জয় নিশ্চিত করার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নির্বাচন না করার সিদান্ত নিয়েছি। সেই সাথে নৌকার কর্মী হিসেবে কাজ করে নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করব। এসময় জেলা আওয়ামী লীগের একাংশের নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।