নৌকায় ভোট দিয়ে উন্নয়ন কে ত্বরান্বিত করতে হবে : সিদ্দিক আহমেদ
জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ বলেছেন নৌকা মানে উন্নয়ন আর উন্নয়ন মানেই নৌকা। তাই আগামী ১০ অক্টোবর জগন্নাথপুর পৌর সভার মেয়র পদে উপ নির্বাচনে নৌকা কে বিজয়ী করে জগন্নাথপুর পৌর সভার উন্নয়ন কে ত্বরান্বিত করতে হবে।
তিনি বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর বাজারে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়ার নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্য উপরোক্ত কথা বলেন।
এসময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আবদুল আহাদ,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা তাজ উদ্দিন আহমেদ, আব্দুর রজ্জাক, উপজেলা যুবলীগ সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন, কাউন্সিলর সুহেল মিয়া, বাজার সেক্রেটারি জাহির উদ্দিন ব্যবসায়ী নুর আহমেদ, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ,ফরহাদ হোসেন,জুহের আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে নৌকার সমর্থনে এক মিছিল বাজার প্রদক্ষিণ করে নির্বাচনী কার্যালয়ে এসে শেষ হয়।