পদ্মাসেতুতে রেল সংযোগের নকশা চূড়ান্ত হয়নি : পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পদ্মা সেতু একটি জাতীয় প্রকল্প। ত্রুটি শব্দটির সঙ্গে আমরা একমত নই। ত্রুটি তখনই হবে যখন এটি চূড়ান্তভাবে হবে। এখনও প্রক্রিয়ার মধ্যে আছে, কিন্তু সংশয় যেটি দেখা দিয়েছি, এ রকম হয়তো আরও দেখা দিতে পারে। পৃথিবীর যেকোনো প্রকল্পেই এমন হতে পারে।
বৃহস্পতিবার পদ্মা সেতুর মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া প্রান্তে রেলসংযোগ প্রকল্প পরিদর্শন এসে সাংবাদিকদের এসব কথা বলে তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, পদ্মাসেতুতে রেল সংযোগের নকশা চূড়ান্ত হয়নি। আমাদের কাছে সময় আছে । যেহেতু এটি নিয়ে প্রশ্ন উঠেছে; তাই উচ্চতর পর্যায়ে আলোচনা করে অবশ্যই সমাধান করা হবে। প্রয়োজনে সব ইঞ্জিনিয়ার একত্রিত করা হবে এবং স্যাটেল করা হবে।
এ সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, রেল সংযোগ প্রকল্পে খুব যে বড় ধরণের সমস্যা তা নয়। আদৌ সমস্যা আছে কিনা তাও বলা যাবে না, যতক্ষণ না পর্যন্ত এক্সপার্টরা অপিনিয়ন দিবে। প্রকল্পে রেলের কাজ যেভাবে চলছে সেটির ব্যাপারে সড়ক নতুন ধরণের কনডিশন (শর্ত) দিয়েছে, কিন্তু সড়ক বিভাগ এখনও ডিজাইন দেয়নি।
যেহেতু এটি ইঞ্জিনিয়ারিং সংশয়; সেহেতু আমাদের এক্সপার্ট আসবে তারা এটি নিয়ে বসবে। যদি নকশা কিংবা ইঞ্জিনিয়ারিং মতানৈক্য হয় তবে আমরা আসা করছি তারাই এটি পূর্ণ সংশোধন করতে পারবে।