রাত ২:৫৮,   বৃহস্পতিবার,   ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

পরিকল্পনামন্ত্রীর সুস্থতা কামনায় দর্গাপাশায় দোয়া মাহফিল

দ. সুনামগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম. এ মান্নান এমপির আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকালে দর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান মনির উদ্দিনের উদোগে আক্তাপাড়া মিনাবাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মিনাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মইনউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আঃ আজিজ বুদন, উপজেলা আওয়ামী লীগ নেতা আবাদ মিয়া, জবর আলী, আবু খালেদ চৌধুরী, মোশাইদ আলী প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হন পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান। বয়স বিবেচনায় তিনি সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি শারিরিকভাবে ভালো আছেন।