দুপুর ১:০৬,   বৃহস্পতিবার,   ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি

পানি কমলেও এখনও বিপৎসীমার ওপরে সুরমা

স্টাফ রিপোর্টার :
ভারতের পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের ফলে সোমবার (১৩ জুলাই) দুপুরে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা গতকাল রোববার (১২ জুলাই) রাতে ছিল ৪৩ সেন্টিমিটার।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গেল কয়েকদিনে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢল ও জেলায় টানা বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। যার কারণে সুরমা নদীর পানি এখনও বিপৎসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ সদর উপজেলায় বষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪১ মিলিমিটার। গত ২৪ ঘণ্টায় তাহিরপুর উপজেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫২ মিলিমিটার।
পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী প্রীতম পাল জানান, বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। বিকেলে পানির রিডিং মাপার পর বোঝা যাবে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে নাকি অবনতির দিকে যাচ্ছে। তবে আশা করা যাচ্ছে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে বন্যার পানি নেমে যাবে।