রাত ৮:৫৮,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পিআই‌বি’র মহাপ‌রিচাল‌ককে ফু‌লেল শু‌ভেচ্ছা জানা‌লো সুনামগঞ্জ প্রেসক্লাব

স্টাফ রি‌পোর্টার :
‌বি‌শিষ্ট সাংবা‌দিক ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউ‌টের মহাপ‌রিচালক (‌পিআই‌বি) জাফ‌র ওয়া‌জেদ‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন সুনামগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শ‌নিবার বি‌কে‌লে শহ‌রের সা‌র্কিট হাউ‌সে সাংবা‌দি‌কের জন্য আ‌য়ো‌জিত তিন দিন ব্যা‌পি অনুসন্ধানমূলক রি‌পো‌টিং প্র‌শিক্ষণের সমাপনী অনুষ্টান শে‌ষে প্রেসক্লাব নেতৃবৃন্দ দে‌শের প্রবীণ এই সাংবা‌দিক‌কে ফুল দি‌য়ে শু‌ভেচ্ছা জানান।
এসময় উপ‌স্থিত ছি‌লেন, জেলা প্রশাসক মো.আব্দুল আহাদ,‌ পিআই‌বির উপ প‌রিচালক(প্রশাসন) জা‌কির সুনামগঞ্জ রি‌পোর্টার্স ইউ‌নি‌টির সভাপ‌তি ল‌তিফুর রহমান রাজ‌ু, সাধারণ সম্পাদক এমরান‌ুল হক চৌধুরী, প্রেসক্লাব সভাপ‌তি শাহজাহান চৌধুরী, ‌সি‌নিয়র সহ সভাপ‌তি মাসুক মিয়া, সহ সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তা‌রেক, সি‌নিয়র যুগ্ম সম্পাদক জা‌কির হো‌সেন, যুগ্ম সস্পাদক আ‌মিনুল ইসলাম, অর্থ সম্পাদক আ‌শিকুর রহমান পীর, ক্রীড়া সম্পাদক আল আ‌মিন, তথ্য ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক মোসাইদ রাহাত, প্রেসক্লা‌বের কার্যকরী সদস্য হাসান চৌধুরী কামরুল, কার্যকরী সদস্য দিলাল আহমদ প্রমুখ।