পুসাসের উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার :
‘পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ’ (পুসাস) এর উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বনানীপাড়া এলাকায় এ বিতরণ করা হয়। সর্বমোট ৩০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
গত ২০ই মার্চ জলকণা নামক এক ফেইসবুক ইভেন্টের মাধ্যমে অর্থ সংগ্রহ শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে এ সংগঠনের নানান সামাজিক কর্মকান্ডের মাধ্যমে কার্যক্রম চালু ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়ার সহায়তায় এ কার্যক্রম শুরু করে পুসাস।
বিতরণের সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আফতাব উদ্দিন, পুসাসের সভাপতি আশফাক জাহান তানজিম, সাধারণ সম্পাদক বিধায়ক রায়, সাংগঠনিক সম্পাদক(শিক্ষা) মাহবুবুর রহমান তাহমিদ, প্রচার সম্পাদক সব্যসাচী নিলয় এবং সদস্য আবুল হাসান জিহাদ।
পুসাসের সভাপতি তানজিম জানান, ‘ক্ষুদ্র পরিসরে আমরা যতটুকু সম্ভব এগিয়ে এসেছি। জনসমাগম যাতে না হয় সেভাবেই বিতরণ করা হয়েছে। সমাজের নিম্ন আয়ের মানুষের জন্য সবারই এগিয়ে আসা উচিত বলে মনে করি।’
এছাড়াও পুসাসের সাধারণ সম্পাদক বিধায়ক রায় বিতরণ শেষে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানান।