বিকাল ৫:৪২,   রবিবার,   ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

পৌরসভার কর্মচারীদের রেইনকোর্ট প্রদান করলেন মেয়র নাদের

স্টাফ রিপোর্টার:

পৌরসভার নাগরিকদে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করার জন্য পৌর কর্মচারীদের মধ্যে রেইনকোর্ট প্রদান করেন মেয়র নাদের বখত।  

সোমবার (১ জুলাই)  সন্ধায় পৌরসভা কার্যালয়ে ব্যর্জ শাখা, যান্ত্রিক শাখা সহ যারা পৌরসভার জরুরি কাজে নিয়োজিত তাদেরকেই ৪৮ টি রেইন কোর্ট দেয়া হয়।  

পৌর কর্মচারী আব্দুর রব বলেন, আমরা পৌরসভার জরুরি কাজে নিয়োজিত।  যে কোনও সময় নাগরিকদের সেবার জন্য ডাক পড়ে।  সেই সময় দ্রুত আসতে হয়। প্রায় সময় বৃষ্টি থাকে আমাদের জন্য কঠিন হয়ে যায় আসা। এখন দ্রুত বের হয়ে আসতে পারবও বৃষ্টিতে ভিজতে হবে না।  

পৌর মেয়র নাদের বখত বলেন, আমরা বন্যার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি। যে কোনও দুযোর্গ মোকাবেলায় পৌরসভার কর্মীরা যাতে নাগরিকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে পারে এবং বৃষ্টির জন্য যেন কোথাও আটকে থাকতে না হয় সে জন্যই তাদেরকে ভাল মানের রেইন কোর্ট প্রদান করেছি। 

বন্যার পানি ধীরে ধীরে শহরে প্রবেশ করছে।  শহরের উত্তর আরপিন নগরের সড়কে ইতি মধ্যে পানি চলে এসেছে।  যাদের এখানে পানি চলে আসবে তারা যেন যে কোনও ভাবে আশ্রয় কেন্দ্রে চলে যান আমরা তাদেরকে খাবার সরবরাহ করবও আমাদের পৌর কর্মচারীদের মাধ্যমে। যে কোনও পরিস্থিতিতে পৌর নাগরিক বৃন্দের পাশে আমি আছি।