পৌরসভার দায়িত্ব প্রশাসকের কাছে হস্তান্তর করলেন মেয়র নাদের
স্টাফ রিপোর্টার:
পৌরসভার মেয়রের দায়িত্ব থেকে অপসারণের পর সরকার কতৃক নিয়োগকৃত প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন পৌর মেয়র নাদের বখত।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সরকারের পক্ষ থেকে নিয়োগকৃত প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিমের কাছে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন পৌর মেয়র নাদের বখত।
পরে সদ্য বিদায়ী মেয়র পৌর কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা এবং কর্মচারীদের পরিচয় করিয়ে দেন প্রশাসকের সঙ্গে।
এ সময় পৌর মেয়র নাদের বখত বলেন, আমি মেয়র থাকাকালিন সময়ে আমার সাধ্যমত চেষ্টা করেছি পৌরসভার সম্মানিত নাগরিকদের সেবা প্রদান করার জন্য। একই সাথে স্বছতা জবাবদিহিতার মাধ্যমে পৌর প্রশাসন পরিচালনা করেছি। আমি পৌরবাসীর ভোটে ও ভালবাসায় এ চেয়ার পেয়েছি। আমি মেয়র না থাকলেও সব সময় জনগণের পাশে থাকবও।
পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমি সিলেট বিভাগে দীর্ঘ দিন কাজ করেছি। আমার সিলেটের মানুষের চাহিদা ও কৃষ্টিকালচার এবং সংস্কৃতি সম্পর্কে ধারণা রয়েছে আশা করি পৌর কাউন্সিলরেদর সহযোগিতায় ভাল ভাবে কাজ করতে পারবও। আমার মেয়াদ কতদিন সেটা ভাল করে জানি না হতে পারে এক মাস বা এক বছর এই সময় টাতে যে কাজ করবও সেটা যেন মানুষ মনে রাখে সে লক্ষ্যেই আমি কাজ করবও।