পৌর এলাকার আশ্রয় কেন্দ্রে খাদ্য সামগ্রী বিতরণ
নিউজ ডেস্ক :
অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে উদ্ভূত বন্যা পরিস্থিতিতে শহরের পৌর এলাকায় আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার ও চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার শহরের বুলচান্দ হাই স্কুল এন্ড কলেজ ও কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাবার সামগ্রী বিতরণ করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় পৌর মেয়র নাদের বখত উপস্থিত ছিলেন।