প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলা প্রয়োজন : মুকুট
দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেছেন, প্রত্যন্ত অঞ্চলেও মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলা প্রয়োজন।বর্তমান বিশ্বায়নের যুগে শুধু শিক্ষিত হলেই হবেনা, যুগোপযোগী শিক্ষিত হতে হবে। সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য শিক্ষার কোন বিকল্প নেই। তাই জাতিকে শিক্ষিত
হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ।
রোববার বিকেলে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সোয়াতির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হুদা মুকুট বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতার এদেশে জন্ম হয়েছিলো বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। আর উনার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্ব দরাবরে রোল মডেল।
হাজি মনসুর চৌধুরী ওয়াককফ স্টেট সভাপতি আবু বকর চৌধুরীর সভাপতিত্বে ও শফিকুল আলম চৌধুরীর পরিচালনায় শতবর্ষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট অবণী মোহন দাস, জেলা আওয়ামী লীগের সদস্য আলতাব উদ্দিন, দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সিলেট জজকোর্টের এপিপি অ্যাডভোকেট শামছুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হুমায়ূন রশিদ লাভলু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, দিরাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ।