প্রধানমন্ত্রীর জন্মদিন ; হাজী আবুল কালামের উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচি
নিউজ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূুচি পালিত হয়েছে। সোমবার সকালে শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি পালিত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালামের ব্যক্তিগত উদ্যেগে বৃক্ষরোপণ করা হয়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘয়ুকামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান কামরুল, প্রধান শিক্ষক মো নুরুল আবেদিন, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক, সহকারী শিক্ষক জসিম উদ্দিন, সহকারী শিক্ষক আহমদ আলি আনোয়ার, হিসাব রক্ষক আলি আহমদ, জেলা ছাত্রলীগ নেতা রাশিদুল হাসান ইফতি।