রাত ৮:৫৬,   শুক্রবার,   ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রাথমিকে প্যানেলে শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
২০১৮ সালে প্রাথমিক সহকারী শিক্ষক পদে মোখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে প্যানেলের মাধ্যমে নিয়োগ দেয়ার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহরের আলফাত উদ্দিন স্কয়ার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে প্রাথমিক সহকারী শিক্ষক (২০১৮) প্যানেল বাস্তবায়ন কমিটি সুনামগঞ্জ জেলা শাখা।
মানবন্ধনে বক্তারা বলেন, মুজিববর্ষে কেউ বেকার থাকবে না বলে সরকার অঙ্গিকার করেছেন। অথচ জেলাসহ সারা দেশে লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে-মেয়েরা বেকার। মুজিববর্ষে প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগে ২০১০ পরবর্তি সকল পরীক্ষার অংশগ্রহণকারীকে প্যানেলের মাধ্যমে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেও ২০১৮ সালের পরীক্ষায় অংশগ্রহণকারীদের বাদ দেয়া হয়েছে। যা অতন্ত দুঃখজনক ও অমানবিক বলে দাবি তাদের। কারণ- পরীক্ষার্থীদের অনেকের চাকরি বয়স পার হয়ে গেছে। মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের সকলকে প্যানেলের মাধ্যমে নিয়োগ দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা।
সুনামগঞ্জ প্যানেল বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কমিটির সহ-সভাপতি পলি রানী দাস, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, তাহিরপুর উপজেলা প্যানেল প্রত্যাশী এম এ সাদ্দাম, জগন্নাথপুর উপজেলা প্যানেল প্রত্যাশী রিপন আহমেদ, অশোক রঞ্জন দাস, ঝিকু চন্দ্র দাস, সরস্বতী দাস, শাল্লা উপজেলা প্যানেল প্রত্যাশী রতন কুমার দাস ও দেবব্রত প্রমুখ।