রাত ১২:১৬,   মঙ্গলবার,   ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফসল তলিয়ে গেলে তার দায়ভার পিআইসিকে নিতে হবে : কবির বিন আনোয়ার

স্টাফ রিপোর্টার :
তাহিরপুর উপজেলার ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব-কবির বিন আনোয়ার ।
বৃহস্পতিবার সকালে উপজেলার ৪৮-৫৪নং প্রকল্প বাস্তবায়ন কমিটি( পিআইসি)’র ফসলরক্ষা বাঁধ কাজ পরিদর্শন করেন ।
পরিদর্শনকালে সচিব কবির বিন আনোয়ার বলেন, ২০১৯-২০২০ইং অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ডের অধীনে তাহিরপুর উপজেলার শনি, মাটিয়ান, মহালিয়া, গুরমাসহ ছোট বড় ২৫টি হাওরে ৭২ কিলোমিটার হাওর রক্ষা বাঁধ মেরামত করার জন্য ১৩ কোটি ৪০লক্ষ টাকা বরাদ্দের বিনিময়ে ৭০টি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয় । পিআইসি’র ত্রুটির কারণে হাওরের ফসল তলিয়ে গেলে, তার দায়ভার পিআইসি নিজেরাই বহন করতে হবে। অন্যতায় কৃষকের ফসল ঘরে উঠার আগ পযর্ন্ত, বাঁধ মেরামতের কাজ নিজ নিজ দায়িত্বে পালন করতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি তাহিরপুর উপজেলার উপ-প্রকৌশলী ইমরান হোসেন প্রমুখ।