রাত ৯:১৪,   মঙ্গলবার,   ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফুটবল যুদ্ধে চট্টগ্রামকে হারিয়ে বিজয়ী সুনামগঞ্জের মেয়েরা


নিউজ ডেস্ক :
চট্টগ্রাম আনোয়ারা নিলুফার কায়সার স্মৃতি ফুটবল একাডেমী বনাম সুনামগঞ্জের দিরাই স্বপ্নচূড়া এফসি’র মধ্যকার উত্তেজনাকর ফুটবল ম্যাচে শেষ মুহূর্তে জয় ছিনিয়ে আনে সুনামগঞ্জের মেয়েরা।
বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রামের আনোয়ারা থানার তৈলারদীপ বারখাইন এর্শাদ আলি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ অনুষ্ঠিত এই প্রীতি ফুটবল ম্যাচে চট্টগ্রামকে ৪-২ গোলে হারায় সুনামগঞ্জের স্বপ্নচূড়া।
আনোয়ারা নিলুফার কায়সার স্মৃতি ফুটবল একাডেমী পরিচালনা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই খেলা দেখতে মাঠে হাজারো মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।
বিকেল ৩ টায় শুরু হওয়া খেলার ১৮ মিনিটের মাথায় মাঝ মাঠ থেকে লং কিক করে চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যায় রক্ষণভাগের খেলোয়াড় দিপা। পরে খেলার ২৯ মিনিটে চট্টগ্রামের জালে গোল করে দলকে সমতায় ফেরান স্বপ্নচূড়ার মেয়ে মাহি। এরপর চট্টগ্রাম আরেকটি গোল করলে সেই গোলও ফিরিয়ে দিয়ে দেয় স্বপ্নচূড়ার মেয়েরা। ৭০ মিনিটের খেলাটি পরিচালনা করেন রেফারি বাবুল মিয়া।
এভাবে ২-২ গোলের মাধ্যমেই খেলার নির্ধারিত সময় শেষ হয়। পরে টাইব্রেকার দেওয়া হলে চট্টগ্রামকে ৪-২ গোলে হারিয়ে জয় ছিনিয়ে আনে সুনামগঞ্জের মেয়েরা। খেলা শেষে আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে উভয় দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।