বিকাল ৩:০৮,   শুক্রবার,   ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

ফেইসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাতকে দু’পক্ষের সংঘর্ষ : আহত ৩০

ছাতক প্রতিনিধি :
ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের দেবেরগাও গ্রামে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩০ ব্যাক্তি আহত হয়েছেন।
দেবেরগাও গ্রামের ইউপি সদস্য আঙ্গুর মিয়া ও সাইদুল ইসলাম মহরির পক্ষদ্বয়ের মধ্যে শনিবার (০৯মে) রাত ৯ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে রুবেল মিয়া (২২) রামিজ আলী (৫৫) দিলোয়ার (২২) বাবলা (২৬) খুরশিদ আলী (২৫) শানুর (৩০)আব্দুল কাহার( ৪০) আশাকুল (৫০) সাদাম (২২)আগুর মিয়া(৫৫)জাফরুল(৩৫) ছালেক( ২৪) আজির (৩০) আনফর (৩৫)মখলিছ আলী( ৪৫) মুস্তাকিন (১৮) আছমত আলী (২১)জুনুর (২৭) লোকমান( ১৯) লাহিন (২৬) সুলেমান (২৮) রুমন (১৭) সুনা আমিন(২০) সহ ৩০জন আহত হন। এদের মধ্যে আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। অন্যান্যদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বাচ্চু মিয়া সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন আমিসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে সক্ষম হই।