রাত ৯:৪০,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচন

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে ম্যানেজিং কমিটির নির্বাচিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে সনজিদা আক্তারকে সভাপতি নির্বাচিত করা হয়।
এর আগে বিদ্যালয় মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মহিবুল কিবরিয়া তালুকদার, প্রধান শিক্ষক মাহবুবুল আলম, দাতা সদস্য তোঘলক আহমেদ, শিক্ষানুরাগী সদস্য সামিউল কিবরিয়া তালুকদার, সদস্য দোলোয়ার হোসেন, নূর মিয়া, এবিএম জুয়েল তালুকদার প্রমুখ।