বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনের বিজয়রথ শতবর্ষেও থাকবে চলমান : এমপি রতন
জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি বলেন, শোকাহত বাঙালী আজকের শোককে শক্তিতে রুপান্তরিত করে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বে । আজ শপথ করি বঙ্গবন্ধুর স্বপ্ন ও জাতীর প্রতি অঙ্গীকার পূরণে আমরা লক্ষ্যচ্যুত হব না। বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনের বিজয়রথ শতবর্ষেও থাকবে চলমান।
শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বাষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জামালগঞ্জ উপজেলা হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব’র সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির’র পরিচালনায়, আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বীনা রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক এম নবী হোসেন, জামালগঞ্জ থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শরীফ উদ্দিন।
এছাড়া আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, প্রয়াত উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ’ র সহধর্মিণী সুফিয়া আক্তার, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত চৌধুরী, মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক, পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা মোঃ এরশাদ হোসেন, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আব্দুল জলিল মিলন, উপ – সহকারী প্রকৌশলী আনিসুল রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, রজব আলী, অসিম তালুকদার, দুলাল মিয়া, সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালীউল্লাহ্ সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, প্রচার সম্পাদক জহিরুল হক তালুকদার, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদ, জেলা শ্রমিক লীগের সদস্য সায়েম পাঠান প্রমূখ।
পরে এমপি রতন জামালগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপজেলার উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।