রাত ১২:০২,   মঙ্গলবার,   ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,   ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু’র জন্মদিন ও শিশু দিবসে শিশুদের উপহার দিলেন সিভিল সার্জন

স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তিরত শিশুদের উপহার প্রদান করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি প্রত্যেক শিশুকে বিভিন্ন রকমের চকলেট ও উপহার প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল হক, ডা. জিয়াউর রহমান, ডা. আশুতোষ সিংহ, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম, ডা. এনামুল হক প্রমুখ।
এর আগে হাসপাতাল কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন সিভিলি সার্জন।