বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকীতে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ।
মঙ্গলবার (১৭মার্চ) সকালে সুনামগঞ্জ পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন,কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন, জেলা রোভারের সিনিয়র রোভার মেট দুর্জয় দত্ত পুরকায়স্থ, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সিনিয়র রোভার মেট এসএ তাহের আলী, রোভার অমিত দাস গুপ্ত, রিমন পাল, হুসাইন আহমদ রবিন, অলিউর রহমান মারুফ, রিফাত আহমেদ শান্ত, ছাদিকুর, জুবেল, জুনেদ, শুভ, রিফাত, আসিফ, সানোয়ার, সামসুল, জয়নাল, সৌরভ, রুমান, সাইমন, তাহমিদ, হৃদয়, ইমরান, নাহিদ, রবিন, শান্ত, মারুফ, গার্ল ইন রোভার তনুশ্রী দাশ, মনোয়ারা বেগম, তাহমিনা, আমেনা, বর্ষা, ফাহমিদা প্রমুখ।