রাত ৩:৫৯,   বৃহস্পতিবার,   ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকীতে জেলা প্রশাসকের শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
মঙ্গলবার সকালে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এসময়ে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানসহ, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সামাজিক, সংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বেলুন উড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কার্যক্রমের শুভ উদ্বোধন করা করে জেলা প্রশাসক। শেষে জাতির পিতারসহ পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।