বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সুনামগঞ্জ জেলা আ.লীগের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার সকালে শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন, ড.খাইরুল কবীর রুমেন, সহ-সভাপতি এডভোকেট শফিকুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক নান্টু রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, কোষাধক্ষ্য ইশতিয়াক শামীম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক, দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল আজাদ রুমান, শ্রম বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহ আবু নাছের, মহিলা বিষয়ক সম্পাদক নিগার সুলতানা কেয়া, সদস্য ফেরদৌসী সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সদস্য সুবির তালুকদার বাপ্টু, রেজাউল আলম নিক্কু, হাছান মাহমুদ সাদি, সদস্য আসাদুজ্জামান সেন্টু, আতিকুল ইসলাম আতিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।