সন্ধ্যা ৬:৩০,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সুনামগঞ্জ জেলা যুবলী‌গের শ্রদ্ধা নি‌বেদন

স্টাফ রি‌পোর্টার :
জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বা‌র্ষিকী‌ উপল‌ক্ষ্যে জা‌তির পিতার প্র‌তিকৃ‌তি‌তে শ্রদ্ধা নি‌বেদন ক‌রে‌ছে সুনামগঞ্জ জেলা আওয়‌ামী যুবলীগ।
মঙ্গলবার সকা‌লে শহ‌রের ম‌ল্লিকপু‌রস্থ সদর উপ‌জেলা প‌রিষ‌দ প্রাঙ্গ‌ণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলী‌গের আহবায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কা‌ন্তি দাস, আজাদুল ইসলাম রতন, যুবলীগ নেতা জেবুল মিয়া, অ‌ভি‌জিৎ চৌধুরী টিংকু, পা‌ভেল আহমদ, এনামুল হক চৌধুরী রু‌মেন সংগঠ‌নের নেতৃবৃন্দ।