রাত ১০:২৮,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ

তাহিরপুর প্রতিনিধি:

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে তাহিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ স্লোগানে একটি প্রতিবাদ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু কর্ণারে এসে মিলিত হয়।

প্রোগ্রামার কর্মকর্তা আফিজার রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, প্রকৌশলী ইকবাল কবির, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক নেতা অজয় কুমার দে, অফিস সহকারী নিশীত রঞ্জন ভট্রাচার্য্য, স্বাস্থ্য সহকারী দেবরাজ পুরকায়স্থ, চতুর্থ কর্মচারীদের পক্ষে রজব আলী, সন্তোষ পুরকায়স্থ প্রমুখ।