রাত ১০:১৭,   মঙ্গলবার,   ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে তাহিরপুর মুক্তিযোদ্ধা কমান্ডের বিক্ষোভ

তাহিরপুর প্রতিনিধি:

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পাবলিক লাইব্রেরী হতে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর বাজারসহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পূর্ব বাজারে এক প্রতিবাদ সমাবেশ মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাহিদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুস সাহিদ, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, ছাত্রলীগ সাবেক সভাপতি অনুপম রায়, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুষেন বর্মন প্রমুখ।