সকাল ১০:১৫,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ


স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা, সদৱ ও পৌর স্বেচ্ছাসেক লীগের উদ্যোগে
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে পৌর মার্কেট থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য দিলাল আহমদ, সদর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মখলিছুর রহমান , যুগ্ম-আহবায়ক শিবলু চৌধুরী, জাহিৱ আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মারুফ আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন একাত্তর সালে তারা বলেছে যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা মুসলমান থাকবে না। তারা সেসময় এ দেশকে আটকাতে পারেনি। এদের বংশধররাই বলে এটা মূর্তি, এটা প্রতিমা স্বাধীনতার স্ব-পক্ষের সরকারের বিরোধিতা করার জন্যই তারা এসব কথা বলে। ইসলাম প্রতিষ্ঠা করা তাদের উদ্দেশ্য না।