রাত ১০:০০,   শুক্রবার,   ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,   ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শ্রমিকলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙচুরের প্রতিবাদের বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগ।
রোববার বিকেলে শহরের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় দলটির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ শেষে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুবিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম জুয়েল, মজিদ খান সেলিম, যুগ্ম সম্পাদক গোলাম হাফিজ, রাসেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।
এসময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।