সকাল ১০:১৩,   রবিবার,   ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,   ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু ক্রিকেট লীগের উদ্বোধন : প্রথম ম্যাচে বিজয়ী অগ্নিবীণা

স্টাফ রিপোর্টার :
বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ ক্রীকেট লীগের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম।
জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল নোমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নাজির আহমেদ চৌধুরী, পারভেজ আহমেদ চৌধুরী, সিরাজুর রহমান সিরাজ, সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ, আমেরিকা প্রবাসী ইশতিয়াক আহমেদ রুপু, জেলা ক্রীড়া সংস্থার কোষাধক্ষ্য ইশতিয়াক আহমেদ শামীম, ক্রিকেট বিভাগের সম্পাদক মোঃ রেজওয়ানুল হক রাজা, কার্যনির্বাহী সদস্য দিলারা বেগম, মুক্তাদির হোসেন, মো সেজুল আহমেদ, জুনেদ আহমেদ, জিএম তাশহিজ, আকবর আলি, যুনেল আহমেদ রাজ রান, প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ মনজুর মুরশেদ টিপু।
উদ্বোধনী খেলায় অগ্নি-বীণা ক্রিকেট ক্লাব ৪ উইকেটে হারিয়েছে নিউ স্টার ক্রিকেট ক্লাব।