বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশীপ : সুনামগঞ্জ-সিলেটের খেলা গোলশূন্য ড্র

সিলেট প্রতিনিধি :
বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে সুরমা অঞ্চলের খেলায় সিলেট ও সুনামগঞ্জ জেলার খেলা গোলশূন্য ড্র হয়েছে। রোববার সিলেট জেলা স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে উঠলেও প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধেও দুই দল গোল করতে না পারায় খেলা ড্র হয়। এর আগে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বাফুফের কার্যনির্বাহী সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম।
এসময় সিলেট জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সুরমা অঞ্চলের প্রথম খেলায় সুনামগঞ্জ জেলা ও মৌলভীবাজার জেলার খেলাও ড্র হয়।