বঙ্গমাতার জন্মদিবস উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় ভিডিও কনফারেন্স’র মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য শামীমা আখতার খানম(শামীমা শাহরিয়ার)।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, বিপিএম, সিভিল সার্জন সুনামগঞ্জ ডাঃ মো: শামস উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মোঃ জসিম উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সম্রাট হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রিফাতুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন প্রমুখ।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০ তম জন্মদিবস উপলক্ষে জুম কনফারেন্সে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সংযুক্ত ছিলেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মদিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ছয় জন দুঃস্থ মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়।