রাত ১২:৩৬,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বন্যার্তদের মধ্যে দ.সুনামগঞ্জ থানা পুলিশের বস্ত্র ও ত্রান বিতরণ

দ. সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জে পানিবন্দি হতদরিদ্রদের মাঝে বস্ত্র ও ত্রান বিতরণ করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে বাংলাদেশ পুলিশের অর্থায়নে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেনের নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন ইউনিয়নের পানিবন্দি ও হতদরিদ্রদের মাঝে প্যাকেট জাত ত্রানসামগ্রী ( চাল, ডাল, তেল, লবণ) শাড়ী-লুঙ্গি, ও ঔধষ ইত্যাদি বিতরণ করা হয়েছে।
ত্রান বিতরণ কালে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক, এসআই মো. আলাউদ্দিন, এসআই জহিরুল ইসলাম তালুকদার, আনোয়ার হোসেন, রিপন চন্দ্র ঘোপ সহ পুলিশের সদস্যবৃন্দ।