সকাল ৯:৪৩,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার দুটোই কম

জগন্নাথপুর প্রতিনিধি :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশ এখন অনেক শক্তিশালী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তের ফলে বিশ্বমন্দা কাটিয়ে বাংলাদেশ সফলভাবে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় উপযুক্ত নানা পদক্ষেপ নিয়েছে। এর ফলে বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশে এই রোগের সংক্রমণ ও মৃত্যুর হার দুটোই কম।
অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাইয়ুম সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জেলা পরিষদের সদস্য মাহাতাবুল হাসান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হক, পাটলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল হক, মীরপুর ইউপির চেয়ারম্যান মাহবুবুল হক প্রমুখ।
এর আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এক উন্নয়ন সভায় যোগদান করেন। এসময় মন্ত্রী বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ ও গাছের চারা রোপণ করেন।