বাংলা মিরর পত্রিকার সম্পাদকের সাথে এসআরইউ’র মতবিনিময়
স্টাফ রিপোর্টার :
লন্ডন থেকে প্রকাশিত বাংলা মিরর পত্রিকার সম্পাদক আব্দুল করিম গণি’র সাথে মতবিনিময় করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
রোববার সন্ধ্যায় পৌর বিপনিস্থ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী’র সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সিলেটের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার এনামুল হক রেনু, আরটিভি’র স্টাফ রিপোর্টার্স আবেদ মাহমুদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক শাহজাহান চৌধুরী, আল-হেলাল, সেলিম আহমদ, শামছুল কাদির মিসবাহ, শাহবুদ্দিন আহমদ, কামরুল হাসান চৌধুরী, সাংবাদিক আমিনুল ইসলাম, আশিকুর রহমান পীর, শহীদ নূর আহমেদ, রুজেল আহমেদ, দেওয়ান তাসাদ্দুক রেজা ইমন প্রমুখ।