রাত ২:৫৫,   বৃহস্পতিবার,   ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

বাউল র‌ণেশ ঠাকু‌রের গা‌নের ঘর জ্বা‌লি‌য়ে দি‌য়ে‌ছে দৃর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার :
সুনামগ‌ঞ্জের দিরাই‌য়ের উজানধল গ্রা‌মে ব‌াউল র‌ণেশ ঠাকু‌রের গা‌নের ঘর জ্বা‌লি‌য়ে দি‌য়ে‌ছে দুবৃত্তরা। রোববার গভীর রা‌তে এ আগুন জ্বালা‌নোর ঘটনা ঘটে। আগু‌নে বাউ‌লের দোতরা, বেহালা, হার‌মো‌নিয়ামসহ গান গাওয়ার সব যন্ত্রপা‌তি পু‌ড়ে ছাই হ‌য়ে গে‌ছে।
র‌ণেশ ঠাকুর বাউল সম্রাট শাহ আবদুল ক‌রি‌মের শিষ্য।
পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, রণেশ ঠাকুরের বসত ঘরের উল্টোদিকে তার বাউল গা‌নের ঘর। ওখানেই তার নিজের ও শিষ্যগণের যন্ত্রপাতি থাকতো। রোববার রাত ১১ টায় পরিবারের সকলে ঘুমোতে যান। রাত ১ টার পর রণেশ ঠাকুরের বড় ভাইয়ের স্ত্রী সকলকে চিৎকার করে ডাকতে থাকেন। অন্যরা ঘুম থেকে ওঠে দেখেন গা‌নের ঘর পুড়ে যাচ্ছে। পরে আশপাশের লোকজন চেষ্টা করে আগুন নেভালেও পুরো ঘরই পুড়ে ছাই হয়ে যায়।
প‌রে খবর পে‌য়ে সোমবার বি‌কে‌লে পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে।
রণেশ ঠাকুর জানান, গ্রামের বা আশপাশের কারো সঙ্গেই তার কোন শত্রুতা নেই। কারা যে এমন ঘটনা ঘটিয়েছে তা তিনি বুঝতেই পারছেন না।
দিরাই থানার এসআই জহিরুল ইসলাম জানান, ঘরের একপাশে দুটো ভেড়া ছিল। এগুলো বের করে দিয়ে আগুন ধরানো হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি।