সকাল ৭:৪৬,   বৃহস্পতিবার,   ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

তাহিরপুর সংবাদদাতা :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, বাদাঘাট সরকারী কলেজের সহকারী অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, জয়নাল আবেদিন কলেজের অধ্যাপক নুর আহমদ, সদস্য আজিজুল রহমান, দিন ইসলাম, জিয়াউর রহমান, আ,লীগ নেতা নুরুল হক মাষ্টার, জুলহাস মল্লিকসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।